Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Monday, October 24, 2016

বব ডিলানের নিরবতা: অভিমান নাকি অসৌজন্যতা।


নোবেল এখন যুগের সাথে তাল মিলিয়েছে, এনেছে ভিন্ন মাত্রা । অার তার উদাহরণ বব ডিলান গান গেয়ে নোবেল পাওয়া। যদিও নোবেল কমিটি এর ব্যাখ্যা দিয়েছেন। বব ডিলানের নাম এবারই প্রথম নয় অারও কয়েকবার এসেছে। শুধু গল্প অার কবিতা যে সাহিত্যের গন্ডি তা নয় গানকেও সাহিত্যের অাঙ্গিনায় স্থান দেয়া যায়। কারণ চর্চা পদ গুলোকে মনে করা গান। সকল গানই প্রথমে কবিতা। ধ্রপদী সাহিত্যে কবিতা হয়তো অনেক গুলো বিষয়ের সমন্বয় থাকতে পারে কিন্তু গীতি কবিতায় কবি একটি ভাবের প্রকাশ করে থাকেন। কিন্তু সবকিছুর মূলে জীবন দর্শন সাহিত্যে উপজিব্য। কবি বা লেখক তার অাত্মার যাতনা থেকে লেখেন। অার তা কখনও গল্প, কখনও কবিতা অবার কখনও গান। কেউ যদি জীবনকে উপেক্ষা না করে এর গভীরে যান তাহলে তাকে কিছু একটা লিখে যেতেই হবে। এগুলো অামার উপলব্ধি।

'How many roads most a man walk down 
Before you call him a man ? ' কতটা পথ হেটে এলে তবে তাকে মানুষ বলবে অথবা কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়? এগুলো এর যথার্থ অনুবাদ নয় কারণ জ্ঞানীরা বলেন- অনুবাদ করলে যা হারায় তাই হল কবিতা। তাই বলতে গেলে কবিতার সঠিক অনুবাদ করা কঠিন।

বব ডিলান কেন নিরব? তবে তার পথ হাটা এখনো থামেনি। নাকি পথ হারিয়েছেন? নাকি নোবেল বেশি অসময়ে দেয়া হলো, সময় থাকতে দেয়া হলো না। যদি তাই হয়- তবে বলতে হয় রবীন্দ্রনাথ অনেকটা পথ হেটে তারপর নোবেল পেয়েছেন। অার সত্যজিত রায় তো মৃত্যু কয়েকদিন অাগে নোবেল পেয়েছেন। যখন তিনি এই পাওয়ার অানন্দ প্রকাশের শক্তি হারিয়ে ফেলেছিলেন। অাবার মরনোত্তর নোবেলও দেয়া হয়েছে।
নোবেলের দীর্ঘসুত্রিতা সাহিত্যের ক্ষেত্রে বেশি ঘটে। সৃষ্টিকর্মের কয়েক যুগ পর নোবেল প্রাপ্তি ঘটে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অাগের বছর উদ্ভাবন করে পরের বছর নোবেল প্রাপ্তি ঘটে।
হয়তো এর ব্যাখ্যা অাছে। তবে সাহিত্যের ক্ষেত্রে প্রশ্ন থেকে যায়- কতটা পথ পেরোলে তবে নোবেল দেয়া হয়?

No comments:

Post a Comment