Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Thursday, October 20, 2016

চিঠি

‘সকালবেলা ড্রাইকেক আর একটা কলায়
নাস্তা হলো, দুপুর বেলা মুরগি-সালুন 
সোমবার থেকে ছুটি, তুমি চলে এসো 
সোমবার থেকে তোমার আমার যৌথ-ফাগুন । 

ইতি, তোমার চড়ুই, তোমার সোনামণি ’
ইতির নিচে লিপস্টিকে দু-ঠোঁট সাঁটা । 
এমন একটা চিঠি পেলাম আজ সকালেই
পোড়ো পোষ্টাপিস এলাকায়, পোকায় কাটা !

No comments:

Post a Comment