Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Tuesday, October 18, 2016

তুমি কি আমায় ভুলেই গেলে

এক ঝাঁক গাড়ির মাঝে 
সাইরেনের মাঝে 
ভীষণ ঝামেলার মাঝে 
ভুলে যাওয়া রোগের মাঝে 

সবদিকে হতাশা ঘোরের মাঝে; 
তোমার অভাব অনুভব করি 
তুমি কি আমায় ভুলেই গেলে? 

প্রতিদিন বর্ণিল যন্ত্রণার মাঝে 
হকচকিত ঘটনার মাঝে 
অযোক্তিক কথার মাঝে 
দিন দিন মানসিক দুর্বলতার মাঝে 

পারিবারিক প্যাঁচানো ষড়যন্ত্রের মাঝে 
আমি তোমার অভাব অনুভব করি। 
তুমি কি আমায় ভুলেই গেলে? 

কোথাও কেউ নেই এর মাঝে 
হাজারটা অন্যায় মেনে নেয়ার মাঝে 
দুচোখ ভর্তি জলের মাঝে 
মৃত প্রায়; বেঁচে থাকার মাঝে 

বিষাক্ত পরাজয় গ্লানির মাঝে 
আমি চিরটাকাল তোমার অভাব অনুভব করি। 
তুমি কি আমায় ভুলেই গেলে?? 

কতদিন দেখিনা তোমার মুখ। 
তীব্র কষ্টের প্রতিনিয়ত আলিঙ্গনে আমি ক্লান্ত আহত; জর্জরিত। 
তুমি কি আমায় আর কোনদিন মনেই করবেনা??

No comments:

Post a Comment