Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Tuesday, October 18, 2016

তুমিও ছিলে লালন জাতে বাঙ্গাল

তোমার কাছে ছিলনা কোন জাত,ধর্ম,ভেদবিচার,
করেছ তুমি সব ধর্ম সমান সর্ম্মান,
হয়েছে সকল ধর্ম তোমার পালন,
তুমি যে বড় সাধক, 
করেছো আত্মার সাধন,
তুমি যে প্রেমের কাঙ্গাল,
আমার বড় গর্ব হয়,
যখন ভাবি তুমিও ছিলে লালন জাতে বাঙ্গাল।

No comments:

Post a Comment