Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Tuesday, October 18, 2016

প্রিয় কবি হেলাল হাফিজ অন্ধ হওয়ার পথে।প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি

এই ব্লগের মাধ্যমেই কবি হেলাল হাফিজের কবিতার সাথে পরিচয় হয় আমার,কোন এক যাদুমন্ত্রে আমি তার কবিতার প্রেমে পাগল,ব্যক্তি হেলাল হাফিজের রহস্যময় জীবন যাপন তার প্রতি আমার আকর্ষন আরো বাড়িয়ে দেয়।তো যাই হোক আজকে একটি অনলাইন পত্রিকা মারফত জানতে পারলাম যে কবি নাকি অসুস্থ।

গ্লুকোমা আক্রান্ত হয়ে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৬৮ বছর বয়সী এই কবির, অন্য চোখটির অবস্থাও সঙ্কটাপন্ন এখন।

“আমি লেখালেখির লোক, অথচ আমিই কি না অন্ধ হয়ে যাচ্ছি,” সাংবাদিকের কাছে এভাবেই নিজের অসহায় অবস্থার কথা বলেছেন কবি।

পত্রিকা মারফত জানতে পারলাম ধীরে ধীরে টাকা জমাচ্ছেন তিনি, যাতে বাংলাদেশের বাইরে গিয়ে হলেও উন্নত চিকিৎসা নিতে পারেন।কিন্তু চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে রাজি নন তিনি। তার ভাষ্য হচ্ছে “আমি একজন কবি। নিজের জন্য সাহায্য চেয়ে কিছু লিখে আমার সার্বভৌম স্বত্বা ক্ষতিগ্রস্ত করব না,”। 

আমাদের প্রধানমন্ত্রী তো দেশের অনেক সাহিত্যিকের চিকিৎসা ব্যায় বহন করেছেন,তিনি কি দয়া করে এই জনম দুঃখি কবির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেননা???

No comments:

Post a Comment