Enter your keyword

বিশ্বের প্রতি প্রন্তরে বাংলার মুখ

Thursday, January 26, 2017

ব্যাঙের জুস

পেরুতে গত ১৫ বছর ধরে ব্যাঙের জুস বিক্রি করা হচ্ছে।। সেখানকার কিছু স্থানীয়রা প্রতিদিন এই জুস পান করে থাকেন!! কারন, তাদের ধারণা, থেকে তারা শক্তি পায়!!

কারমেন গঞ্জালেস নামের একজন মহিলা সর্বপ্রথম এই জুস তৈরি করা শুরু করেন।। তার দেখাদেখি আরো অনেক জুসের দোকানে ব্যাঙের জুস বিক্রি করা শুরু হয়।। এক একটি দোকানে প্রতিদিন গড়ে প্রায় ৮০ গ্লাস জুস বিক্রি হয়ে থাকে।। শুধু স্থানীয়রাই নয়, ...মনকি পেরুতে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও এই জুসের ব্যাপক চাহিদা রয়েছে!!

প্রথমে জ্যান্ত ব্যাঙগুলোকে আগে একটা একুরিয়ামে রাখা হয়।। তারপর সেখান থেকে নিয়ে মেরে সেটার চামড়া ছিলে ব্লেন্ডারে দেয়া হয়।। সাথে থাকে আরো প্রায় ২০টি উপাদান!! যেমনঃ মধু, অ্যালো ভেরা, বিভিন গাছের শিকড়, ইত্যাদি।। আপনার জন্য প্রতি গ্লাস জুসের দাম পড়বে মাত্র ডলার(2$)!! তবে যারা পান করে তাদের ধারণা, মাত্র ডলার এই অসাধারণ জুসটির জন্য আসলেই কম!!

ছবিতে জুস তৈরির ধাপগুলো পর পর দেয়া আছে!!


No comments:

Post a Comment